চট্টগ্রামের নগরীর আকবর শাহ থানাধীন কাট্টলীর ‘মরিয়ম ভিলা’ নামের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন।

অগ্নিদগ্ধরা হলেন- সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ  (১৪) ও স্বাধীন শেখ (১৭)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, রাতে ওই ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপণ কাজ করতে হয়নি। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। অগ্নিদগ্ধ ৬ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানাবে ফায়ার সার্ভিস।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ