সম্প্রতি সশস্ত্র বাহিনীর অধীনস্ত সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর ডিজিএমএস এর নতুন উপ-মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন লেফট্যানেন্ট কর্নেল শফিকুল হাসান এফসিপিএস। তাকে নতুন পদে নিয়োগের আদেশ জারি করেছে সেনাসদর। তিনি ইতিপূর্বে মোমেনশাহী ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। বর্ণিল কর্মময় জীবনে লেফট্যানেন্ট কর্নেল শফিকুল হাসান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি দেশের হয়ে ২০০৮ সালে আইভোরি কোস্ট এবং ২০১৮ সালে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য যে, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর সশস্ত্র বাহিনীর জন্য সার্বিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে পরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন, মেডিকেল স্টোরস এবং সরঞ্জামের বাৎসরিক পরিকল্পনা, ক্রয় ও নিয়ন্ত্রণ, এএমসি, এডিসি ও এএফএনএস অফিসারদের দেশে-বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং বিশেষজ্ঞ পুল নিয়ন্ত্রণসহ গ্রেডিং ও ক্লাসিফিকেশন প্রদান করে থাকে।

সর্বশেষ