বিজিএপিএমইএ পরিচালনা পরিষদে নির্বাচনে মোয়াজ্জেম হোসেন মতি সভাপতি পদে নির্বাচিত

বিজিএপিএমইএ পরিচালনা পরিষদে নির্বাচনে মোয়াজ্জেম হোসেন মতি সভাপতি পদে নির্বাচিত 

 

ঢাকা ০৮ নভেম্বর, ২০২১ :

বিজিএপিএমইএ পরিচালনা পরিষদের ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদে নির্বাচনে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি, ক্লাসিক কার্টন ইন্ডাঃ লি., সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ বেলাল, এবিএস কার্টন এন্ড এক্সেসরিজ ইন্ডাঃ লি., ১ম সহ-সভাপতি, একেএম মোস্তফা সেলিম, সেন্স প্যাকেজিং এন্ড এক্সে. ইন্ডাঃ লি., ২য় সহ-সভাপতি, জহির উদ্দিন আলমগীর, হৃদয় রিফাত ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, সহ-সভাপতি ও মনির উদ্দিন আহমেদ, প্যারামাউন্ট এক্সেসরিজ লি., সহ-সভাপতি (অর্থ)পদে নির্বাচিত হয়েছেন।

মোজাহারুল হক শহীদ,বিসমিল্লাহ ইন্ডাঃ লি.,  হাসানুল করিম তমিজ, গোল্ডেন ক্রাউন প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাঃ লি., সালেহ আহমেদ বাবু, টুয়াইস পলি ব্যাগ এন্ড থ্রেড ইন্ডাঃ লি., খান নজরুল ইসলাম হান্নান, শিমুলিয়া ফ্যাশান ওয়্যারস, ওমর ফারুক, শেনজেন মেটাল ইন্ডাঃ লিঃ, মো. শাহরিয়ার,আদজি ট্রিমস লি., মো. মনিরুজ্জামান মোল্লা, ইউনিয়ন লেবেন এন্ড এক্সেসরিজ লি., মো. রফিকুল ইসলাম চৌধুরী, সেলিনা এক্সেসরিজ লি., মো. আব্দুন্ নূর, আরএসএস থ্রেড এন্ড এক্সেসরিজ লি., মো. সুলতানুল ইসলাম তারেক, নিক্সন বক্স ইন্ডাঃ লি., মোহাম্মদ আতিকুর রহমান, এজেড ট্রিমস লি., মো. সাইফুল ইসলাম (সবুজ),এসএনডি স্কায়ার ইন্টারন্যাশানাল লি., মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, জে এস এন এন্টারপ্রাইজ লি., মো. আব্দুল ওয়াজেদ, জাস এক্সেসরিজ (বিডি) লি., মো. ইকবাল পারভেজ, প্রাইম লেবেল এন্ড এক্সেসরিজ, এবং মোহাম্মদ এনামুল হক, মিলেনিয়াম এন্টারপ্রাইজ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ