আইকিউএসির নতুন পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর নতুন পরিচালক বিশ্ববিদ্যালয়ের ক্রিমিলোজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

দায়িত্ব গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ আর এম সোলাইমান তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং পূর্বের দায়িত্বপালককারী পরিচালক মহোদয়রেক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও অন্যান্য শিক্ষক কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

গত ২ নভেম্বর ২০২১ তারিখ হতে ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আইকিউএসি পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করেন।

উল্লেখ্য ১৩ অক্টোবর ২০১৫ সাল আইকিউএসির প্রতিষ্ঠাকাল থেকে ১ নভেম্বর ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম উক্ত পদে দায়িত্ব পালন করেন।

অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে ১ আগস্ট ২০২১ তারিখে এ বিশ্বদ্যিালয়ে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করায় নিয়মানুযায়ী উক্ত পদ শূণ্য হওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুককে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়

সর্বশেষ