মিচেল ঝড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো নিউজিল্যান্ড।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা পায় ইংল্যান্ড। তবে দলীয় ৩৭ রানের মাথায় ব্যক্তিগত ১৩ রানে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে ফিরিয়ে কিউইদের প্রথম সাফল্য এনে দেন পেসার অ্যাডাম মিলনে। ওপেনিং সঙ্গীকে হারিয়ে ব্যক্তিগত ২৯ রানে ইশ সৌধির শিকার হয়ে ফিরেন টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলতে থাকা জস বাটলার। দ্রুত দুই ওপেনারের বিদায়ে তিনে ব্যাট করতে নামা দাওহিদ মালানকে সঙ্গী করে ইংলিশদের ইনিংস মেরামতের দায়িত্ব নেন অভিজ্ঞ মঈন আলি। তবে ব্যক্তিগত ৪১ রানের মাথায় মালানকে ফিরিয়ে ৬৩ রানের ভয়ঙ্কর জুটি ভেঙে দেন কিউই পেসার টিম সাউদি।

মালানের বিদায়ে ষষ্ঠ উইকেট জুটিতে লিভিংস্টনকে সঙ্গী করে ৪০ রানের আরেকটি ঝড়ো জুটি গড়েন মঈন। ব্যক্তিগত ১৭ রানে লিভিংস্টনকে ফিরিয়ে সেই জুটি আর বড় হতে দেয়নি পেসার জিমি নিশাম। লিভিংস্টন ফিরলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক হাঁকিয়ে মাঠ ছাড়েন মঈন। ৩৭ বলে ৩ চার ২ ছয়ে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। মঈনের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড পায় ১৬৬ রানের মাঝারি পুঁজি। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সৌধি এবং জিমি নিশান নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে দলীয় ৪ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন ইংলিশ পেসার ক্রিস ওকস। গাপটিলের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে ক্রিস ওকসের দ্বিতীয় শিকার হয়ে অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরেন ৪ রান করে। দ্রুত দুই ব্যাটারের বিদায়ে এইদিন নিউজিল্যান্ডের হয়ে ইনিংস মেরামতের দায়িত্ব নেন দুই তরুণ ওপেনার ড্যানিয়েল মিচেল এবং চারে ব্যাট করতে নামা ডেভন কনওয়ে। তবে ব্যক্তিগত ৪৬ রানের মাথায় কনওয়েকে ফিরিয়ে ৮২ রানের জুটি ভাঙেন তরুণ লিভিংস্টন।

কনওয়ের বিদায়ে এইদিন উইকেট থিতু হতে পারেনি গ্লেন ফিলিপ্স। লিভিংস্টনের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ২ রান করে। ফিলিপ্স ফিরলেও ষষ্ঠ উইকেট জুটিতে জিমি নিশামকে সঙ্গী করে ৪০ রানের আরো একটি জুটি গড়ে দলের জয় অনেকটা নিশ্চিত করেন মিচেল। ব্যক্তিগত ২৭ রানে আদিল রশিদের শিকার হয়ে নিশাম ফিরলেও ৪৭ বলে ৪টি করে চার-ছয়ে ৭২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিচেল। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস এবং লিয়াম লিভিংস্টন নেন ২টি করে উইকেট। ১টি উইকেট নেন আদিল রশিদ।

সর্বশেষ