কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়ের সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সরিষা-১৫০, মশুর-১৪০ , খেসারী-৭০, গম-৩৫০, ভূট্টা -১৭৫, সূর্যমুখী -১৭০, মূগ -৮০, পিঁয়াজ-৬৫ মোট ১২০০ কৃষক/ কৃষানীর মধ্যে বিতরণ করেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, সমবায় অফিসার রাকিবুল হাসান ( শুভ), উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী, কৃষি সম্প্রসারণ অফিসার মো: মিলন, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডে, সংশ্লিষ্ট উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ সহ নির্বাচিত কৃষক- কৃষানীরা ।