ভৈরবে ২৩ ডিসেম্বর ৭ ইউনিয়নে ভোট গ্রহন

এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ২৩ ডিসেম্বর ভৈরবের ৭ টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে
গতকাল বুধবার নির্বাচন কমিশন চতুর্থ ধাপে সারাদেশে ৮৪০ ইউপিতে নির্বাচন ঘোষনা করে। এই ঘোষনায় ভৈরবের ৭ ইউনিয়নের নাম তালিকায় রয়েছে।
নির্বাচনে তফসিল ঘোষনা অনুযায়ী ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর, ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ২৩ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দ দেয়ার পর এদিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবে।ভৈরব উপজেলায় ৭ টি ইউনিয়ন। গুলি হলো আগানগর, শিমুলকান্দি, শ্রীনগর, সাদেকপুর, কালিকাপ্রসাদ, শিবপুর, গজারিয়া। এবারের ইউপি নির্বাচনে ভৈরব উপজেলায় ৭ টি ইউনিয়নে প্রার্থীর সংখ্যা প্রায় ৩৪জন জন। নির্বাচনে বিএনপি অংশগ্রহন না করলেও দলের কর্মী সমর্থকদের মধ্য অনেকেই স্বতন্ত্র প্রার্থী হতে এলাকায় প্রচারনা চালাচ্ছে। আ,লীগের নেতা কর্মীদের মধ্য যারা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চায় তারা নৌকা মার্কা পেতে দলের হাই কমান্ডের সাথে যোগাযোগ করে যাচ্ছে। অপরদিকে সকল প্রার্থীরা দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ