ইউএনও বরাবর তারাকান্দা পরিবারের খোলা চিঠি

বরাবর

উপজেলা নির্বাহী অফিসার

তারাকান্দা উপজেলা, তারাকান্দা ,ময়মনসিংহ।

বিষয়ঃ পরিবহন সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা তারাকান্দা পরিবারের সম্মানিত এডমিন ও মডারেটর বৃন্দ তারাকান্দা বাসির আকুল আবেদনের ভিত্তিতে জানাতে চাই যে, তারাকান্দা বাসি বেশ কয়েক বছর যাবত তারাকান্দা থেকে ময়মনসিংহ যাওয়া এবং আসার সময় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে আর তার সাথে তারাকান্দা থেকে কোনো বাস সুবিধা পাওয়া যায় না। দূর থেকে আসা বাস গুলো যাত্রী তুলতে চায় না।বিশেষ করে  যখন কোনো ইদ বা পূজা আসে বা বিশেষ কোনো ছুটির দিন থাকে তখন ভাড়া বেড়ে তিন থেকে চার গুন পর্যন্ত হয়ে যায় । তাছাড়া প্রয়োজনের সময় কোনো গাড়ি পাওয়া যায় না। ২০ টাকার বাড়া যখন ৫০ টকার উপরে চলে যায় তখন নিম্ন শ্রেনীর মানুষের এবং ছাত্রছাত্রীদের দুর্ভোগ নেমে আসে। এমন অবস্থায় মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে।যদিও ইতোপূর্বে একটা বিআরটিসি বাস চালু হয়েছিল কিন্তু এখন বন্ধ রয়েছে যা আবার সচল করা দরকার।

অতএব স্যারের কাছে  আকুল আবেদন এই যে ,আমাদের সমস্যাটি সমাধান করে জনগনের পাশে দাড়ানোর জন্য আপনার নিকটে আর্জি পেশ করছি।আমরা চাই বিষয়টি সমধান হোক, নাহলে জনগন রাস্তায় এসে দাড়ানোর পরিকল্পনা করছে ।

নিবেদকঃ

তারাকান্দার সর্বস্তরের মানুষের পক্ষে তারাকান্দা পরিবারের এডমিন ও মডারেটর বৃন্দ।

সর্বশেষ