ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

ধামরহাট (নওগাঁ) থেকে স্টাফ রিপোর্টারঃ ধামইরহাটে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. দুলাল হোসেন মন্ডল (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত মো. দুলাল হোসেন (৬০) ৩ নম্বর আলমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মঙ্গোলিয়া (হিন্দু পাড়া) গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

থানায় মামলা সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর ২০২১ দুপুরে একই গ্রামের বাসিন্দা বাদী মো. রাজিউল ইসলাম লিটনের শিশু কন্যা রাহাতুন জান্নাত (৪) প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। এসময় ওঁৎ পেতে থাকা ওই বিবাদী শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। একপর্যায়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার সময় শিশুর চিৎকারে অভিযুক্ত মো. দুলাল হোসেন মন্ডল পালিয়ে যায়।

এ বিষয়ে ওই শিশুর পিতা মো. রাজিউল ইসলাম লিটন বাদী হয়ে গত শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে একটি মামলা করেন। যার মামলা নম্বর-১১ তারিখ ১৩ নভেম্বর ২০২১ইং।

অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন, শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ