চমক দিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর অনুমান করা হচ্ছিলো আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে থাকতে পারে চমক হলো তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সাথে থাকা দুই ওপেনার লিটন দাশ এবং সৌম্য সরকার নেই বিসিবির ঘোষিত ১৬ সদস্যের দলে। সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও।

এইদিকে চোটের কারণে দলে নেই তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাকিব আল হাসান। তবে আসল চমকটা হয়েছে আরো দারুণ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাজ জয়ী দলের অধিনায়ক আকবর আলির সাথে বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছে পেসার শহীদুল ইসলাম, ইয়াসির আলি রাব্বি এবং সাইফ হাসান। তাছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছে নাজমুল হোসেন শান্ত এবং আমিনুল ইসলাম বিপ্লব। একনজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শহীদুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলি রাব্বি, আকবর আলি, নাইম শেখ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব এবং নাসুম আহমেদ।

সর্বশেষ