এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে পৃথক দুটি অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেটসহ ৮জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।
ওই অভিযানে চারশো পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গোপন সংবাদ পেয়ে গতকাল সোমবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ভৈরব ক্যাম্পের সদস্যরা উপজেলার সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ আঃ রহিম মোহন(২৬) ও নূর মোহাম্মদকে (৩০) আটক করেন। এছাড়াও শহরের হরিজন কলোনীতে অভিযান চালিয়ে ৬০লিটার চোলাই মদসহ বিক্রেতা মোঃ সোরহাব মিয়া(৩০), সাইদুর ইসলাম রানা(৪৫), মোঃ মনির হোসেন (৫১), মোকলেছ (৪০), মনির মিয়া(৫০), শাহীন মিয়াকে(৫১) আটক করে র‍্যাব।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটা দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ