হাসানুজ্জামান সুমন- বিশেষ প্রতিবেদন: যশোর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক, হিসাব শাখা ষান্মাসিক, ক-সার্কেল অফিস ও কোতয়ালি মডেল থানার দ্বি-বার্ষিক পরিদর্শন করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন বিপিএম (বার)।

এ সময় যশোর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। ডিআইজি মহোদয় এ সময় প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইন এর নেতৃত্বে জেলা পুলিশ সদস্যদের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। পরিদর্শন কালে তিনি যশোর জেলা পুলিশে কর্মরত কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এরপর জেলা পুলিশ সুপার মহোদয়ের স্বভাপতিত্বে পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠানে ডিআইজি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তিনি এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন। এরপর তিনি জেলা পুলিশের রিজার্ভ অফিস, হিসাব শাখা, ক-সার্কেল অফিস ও কোতয়ালী মডেল থানা পরিদর্শন করেন। এ সময় যশোর জেলা পুলিশের অন্যান্য উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ