আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড।

গতকাল রাতে শারজায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানের মাথায় ওপেনার মার্টিন গাপটিলকে হারায় নিউজিল্যান্ড। সঙ্গীকে হারিয়ে ইমাদ ওয়াসিমের শিকার হয়ে ২৭ রানে ফিরেন অন্য ওপেনার ড্যানিয়েল মিচেল। মিচেলের বিদায়ে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেনি জিমি নিশাম ফিরেন ১ রান করে। তিনে ব্যাট করতে নেমে অধিনায়ক উইলিয়ামসন ফিরেন হাসান আলির দুর্দান্ত রান আউটের শিকার হয়ে ২৫ রান করে।

দলের এমন পরিস্থতিতে ব্যক্তিগত ২৭ রানে হ্যারিশ রউফের শিকার হয়ে ফিরেন তরুণ ডেভন কনওয়ে। শেষদিকে দলের এমন বিপর্যয়ে ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি টিম স্রেইফেট এবং গ্লেন ফিলিপস। যার ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১ রানের ছোট সংগ্রহ পায়। পাকিস্তানের হয়ে হ্যারিশ রউফ নেন ৪টি উইকেট শাহিন আফ্রিদি, ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ হাফিজ নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে দলীয় ২৮ রানের মাথায় ব্যক্তিগত ৯ রানে টিম সাউদির শততম উইকেট হিসেবে ওপেনার বাবর আজমকে হারায় পাকিস্তান। বাবরের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে ফখর জামানকে সঙ্গী করে শুরুর ধাক্কা সামাল দিতে চেয়েছিলো অন্য ওপেনার মোহাম্মদ রিজওয়ান তবে ব্যক্তিগত ১১ রানে ফখর জামানকে ফিরিয়ে কিউদের দ্বিতীয় সাফল্য এনে দেন ইশ সৌধি। ফখরের বিদায়ে চারে ব্যাট করতে নেমে বেশিদূর এগিয়ে যেতে পারেনি মোহাম্মদ হাফিজ ফিরেন ১১ রান করে।

সর্বশেষ