স্টাফ রিপোর্টার: রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর আয়োজনে আরজেএফ’র শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ রোমান আকন্দের পিতা রফিকুল ইসলাম ও সাবেক স্থায়ী পরিষদ সদস্য মাস্টার জসিম উদ্দিন মাদবরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান এবং আরজেএফ’র জরুরী সভা বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ২৬ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল- আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক বঙ্গজননী’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আজাদবানী’র সম্পাদক লায়ন এইচ. এম. ইব্রাহিম ভুঁইয়া, ন্যাপ সভাপতি গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা, আওয়ামীলীগ নেতা খন্দকার ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে স্মৃতিচারন করেন, সাংবাদিক মোঃ রোমান আকন্দ। বক্তব্য রাখেন, আরজেএফ’র স্থায়ী পরিষদ সদস্য মোঃ সানা উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, আইন সম্পাদক এ্যাডভোকেট মো. শাহিন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আনসারী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, মহিলা সম্পাদক উর্মি রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদুল ইসলান, দৈনিক দিন প্রতিনের বার্তা সম্পাদক মোঃ শামসুল আলম, তেজগাঁও থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারন পরিষদ সদস্য আব্দুল বাতেন সরকার, মোঃ জাহিদুর রহমান, রুবিনা শেখ, আজিম উদ্দিন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি আব্দুল কুদ্দুস।