সাকিবকে টপকে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ সাকিব আল হাসানকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোন মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান।

গতকাল পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বল করতে নেমে পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে সরাসরি বোল্ড করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৭ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড অর্জন করেন বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমান। এই রেকর্ডে মোস্তাফিজুর রহমান পিছনে পেলেছেন জাতীয় দলের তার সতীর্থ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। একই মাঠে এতোদিন ৩৬ উইকেট নিয়ে তিনি ছিলেন কোন মাঠে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।

ম্যাচের দিক দিয়েও সাকিবকে পিছনে পেলেছে মোস্তফিজ। ৩৬টি উইকেট নিতে যেখানে সাকিব খেলেছেন ২৮টি ম্যাচ তবে সেই রেকর্ড ভাঙতে মোস্তাফিজুর নিয়েছেন কেবল ২৬টি ম্যাচ। এইদিকে কোন মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তিনে থাকা বোলারও বাংলাদেশী অাল আমিন হোসেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭ উইকেট নিয়েছেন তিনি ১৪ ম্যাচে।

 

সর্বশেষ