রাজু, নোবিপ্রবি প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলগুলোতে গণরুমে থাকতে পারবে না কোনো শিক্ষার্থী এবং নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের জন্য হলে প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। গত সোমবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের এক নোটিশে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ” চলতি মাসের শেষে ৩১ অক্টোবর থেকে কমপক্ষে এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখিয়ে হল প্রশাসনের উপস্থিতিতে হলে প্রবেশ ও থাকতে পারবে শিক্ষার্থীরা। হলগুলোর গণরুমে থাকতে পারবে না কোনো শিক্ষার্থী এবং হলের নির্ধারিত শিক্ষার্থীদেরকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে হবে”।এছাড়া হলের আবাসিক শিক্ষার্থী ছাড়া অনাবাসিক বা অন্য কোনো শিক্ষার্থী হলে প্রবেশ অথবা অবস্থান করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মোট ৫টি মধ্যে ৩টি হল (আব্দুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল) চালু আছে এবং কেবল এই ৩টি হলের আবাসিক শিক্ষার্থীরা নূন্যতম এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে হলে উঠতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ২টি হল দীর্ঘদিন বন্ধ থাকায় চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে নতুন আবাসিক শিক্ষার্থী উঠানোর জন্য আবেদন আহ্বান করে হল প্রশাসন। আবার উদ্বোধন হয়েও এখন পর্যন্ত চালু হয়নি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল।

সর্বশেষ