ধামইরহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টারঃ ২১ নভেম্বর দুপুরে চতুর্থ ধাপে নির্বাচনী তফশীল অনুযায়ী অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রার্থীদের এ নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামীলীগ। ঘোষণায় ধামইরহাট উপজেলার ৮ টি ইউনিয়নে যারা নৌকা প্রতীক পেলেন তারা হলেন, ১নং ধামইরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মোঃ কামরুজ্জামান, ২নং আগ্রাদ্বিগুন ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ ছালেহ উদ্দীন, ৩নং আলমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ওসমান গনি ৪নং উমার ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ওবায়দুল হক সরকার, ৫নং আড়ানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহজাহান আলী কমল, ৬নং জাহানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, ৭নং ইসবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মাহফুজুল আলম লাকি, ৮নং খেলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নাজমুল হোসেন। আওয়ামী লীগের মনোনিত আট (৮) জন প্রার্থীরা আগামি ২৩ ডিসেম্বর দলীয় নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়বেন। উল্লেখ্য বেশ কয়েকজন ত্যাগী নেতা নৌকা প্রতীক পাননি তাই একাধিক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নির্বাচনে প্রতি নন্দিতা করবেন বলে একাধিক সূত্র জানায়।

সর্বশেষ