বর্ষসেরা ফুটবলারের তালিকা প্রকাশ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদকঃ
২০২১ বর্ষসেরা ফুটবলারের তালিকার প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)। যেখানে আছেন সময়ের সেরা দুই ফুটবলার মেসি-নেইমার সহ মোট ১১ জন ফুটবলারের নাম।

করোনা মহামারিতে গতবছর মেসি-রোনালদোর মতো ফুটবলারকে টপকে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ডের ফুটবলার রবার্ট লেভানদোভস্কি। গতবছরের মতো এইবারও তাকে নিয়ে ফিফা ঘোষণা করলো ১১ জনের বর্ষসেরা ফুটবলারের নাম। যেখানে জাতীয় দল এবং ক্লাব পর্যায়ে দল থেকে দারুণ পারফরম্যান্স করা ফুটবলারদের জায়গা দেওয়া হয়েছে।

তাছাড়া বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ এবং বর্ষসেরা গোলকিপারের তালিকা প্রকাশ করেছে ফিফা। আগামী ২০২২ সালে মনোনীত ফুটবলারদের মধ্যে থেকে বিজয়ী ফুটবলারকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরুষ্কার তুলে দেওয়া হবে।

একনজরে বর্ষসেরা ফুটবলারের তালিকাঃ

লিওনেল মেসি (আর্জেন্টিনা ও পিএসজি/বার্সেলোনা)

ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল ও ম্যানচেস্টার ইউনাইটেড/জুভেন্টাস)

নেইমার (ব্রাজিল ও পিএসজি)

এনগোলো কন্তে (ফ্রান্স ও চেলসি)

করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)

জর্জিনহো (ইতালি ও চেলসি)

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স ও পিএসজি)

মোহামেদ সালাহ (মিশর ও লিভারপুল)

রবার্ট লেভানদোভস্কি (পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখ)

কেভিন ডি ব্রুইনা (বেলজিয়াম ও ম্যানচেস্টার সিটি)

আর্লিং ব্রট হালান্ড (নরওয়ে ও বরুশিয়া ডর্টমুন্ড)

সর্বশেষ