এশিয়া কাপে ছুটি চেয়েছেন শান্ত!

এশিয়া কাপে ছুটি চেয়েছেন শান্ত!

আকাশ দাশ সৈকত
চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। তবে এবার সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন এশিয়া কাপ থেকে ছুটি চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

গত ১৬ আগস্ট ইন্সটাগ্রামে এক পোস্টের সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন নাজমুল শান্ত জানিয়েছিলেন নতুন সদস্য আসতে যাচ্ছে তাদের পরিবারে। যেখানে সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত। তাইতো গুঞ্জন উঠেছিলো আসন্ন এশিয়া কাপে দলের সাথে পাকিস্তান এবং শ্রীলঙ্কা সফরে নাও যেতে পারেন এই ওপেনার। হলো ও তাই সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন শান্ত। এছাড়া প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে এবং নির্বাচকদের বিষয়টি জানিয়ে রেখেছেন তিনি।

উল্লেখ্য এশিয়াকাপে যদি শান্ত বাংলাদেশ দলের সাথে না থাকে তাহলে আবারো জাতীয় দলের দরজা খুলতে যাচ্ছে সৌম্য সরকার কিংবা মাহমুদউল্লাহ রিয়াদের।

সর্বশেষ