মনির হোসেন শাওনঃ মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ফেরী ডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের উপসহকারী পরিচালক শরিফুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, সারা দিন কাজ করার কারণে উদ্ধারকারী দলের সদস্যরা ক্লান্ত হওয়ায় দ্বিতীয় দিনের মতো আজ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলো। আগামীকাল শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ চলবে।

গতকাল বুধবার সকাল নয়টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী যানবাহন ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে আমানত শাহ ফেরিটি ছেড়ে আসে। মাঝপথে আসার পরপরই ফেরির সামনের বাঁদিক থেকে পানি উঠতে থাকে। সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনে ভেড়ামাত্র ফেরিতে থাকা তিনটি পণ্যবাহী যানবাহন দ্রুত ফেরি থেকে নেমে যায়। এ সময় আরেকটি পণ্যবাহী গাড়ি ফেরি থেকে নামার সময় ফেরিটির এক পাশ কাত হয়ে যায়। এ সময় ওই গাড়িটি নদীতে পড়ে যায়।

সর্বশেষ