শরীয়তপুর পৌরসভার ৮০ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৮০ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৫৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৪২৭ টাকা। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬৬ কোটি ২৯ লাখ ৩৫ হাজার ৩১৬ টাকা। এসময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক, নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ তালুকদার, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান, প্যানেল মেয়র-২ বিল্লাল হোসেন খান সহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ