মৃত্যুর ভয়ে রোজারিওতে ফিরছে না ডি মারিয়া!

আকাশ দাশ সৈকত
আর্জেন্টিনার রোজারিও । মাদক ও সন্ত্রাসীদের সম্পর্কিত সহিংসতা বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। যেখানে সেই সন্ত্রাসীদের টার্গেট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া । তাই তো দীর্ঘদিনের শৈশব ক্লাব রোজারিও সেন্ট্রোলে নিজের ক্যারিয়ারের ইতি টানার কথা থাকলেও এবার সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে এই ফুটবলার।

গত মাসে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছিল ডি মারিয়া । গত কয়েকদিন ধরে গুঞ্জন উঠছিলো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলা ডি মারিয়া তার শৈশব ক্লাব রোজারিওতে ক্যারিয়ারের ইতি টানবেন । এই গ্রীষ্মে বেনফিকার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ডি মারিয়াও বলেছিলেন এমন কথা। তবে গত মার্চে দি মারিয়ার পারিবারিক সম্পত্তিতে একটি হত্যার হুমকি নোট পাঠানোর প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। রোজারিওতে একটি টেলিভিশন স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ভয় পেয়ে পুলিশকে আর কোনও হুমকির কথা জানাননি তারা।

তিনি বলেন “আমার বোনের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে একটি ডেথ নোট পাঠানো হয়। সাথে একটি শূকরের মাথা সহ একটি বাক্স এবং সেটার কপালে একটি গুলি করা ছিল। একটি নোট ছিল, যেখানে লিখা ছিল যে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরে আসি, তাহলে পরবর্তী মাথাটি আমার মেয়ে পিয়ার হবে।”

সর্বশেষ