পৈত্রিক সম্পত্তি বঞ্চিত সন্তানদের মানববন্ধন

এম আর ওয়াসিম ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর ইউনিয়নের পূর্ব পাড়ায় প্রতারণার মাধ্যমে সৎ ভাইয়েরা বাবার সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আজ ২ আগষ্ট প্রতারক ভাইদের সহ বাবার বিরুদ্ধে এক মানব বন্ধন করে ভুক্তভোগীরা।

পৈত্রিক সম্পত্তি প্রতারণার মাধ্যমে সৎ ভাইয়েরা অসুস্থ বাবার কাছ থেকে লিখে নিয়ে ভোগদখলের অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকার স্থানীয় লোকজনের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিতরা তাদের প্রাপ্য অংশ ফিরে পেতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের নিকট অভিযোগ করার পর কয়েক দফা সালিসি বৈঠক করেও বিষয়টির সুষ্ঠু সুরাহা করতে পারেনি এখনো। এমন ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীনগর পূর্বপাড়া গ্রামের ধন মিয়ার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে।

ভুক্তভোগী ও স্থানীয় লোকজন জানান, বিগত ২০২২ সালে ধন মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান কুতুবউদ্দিন চক্রান্ত করে বাবা ধন মিয়া অসুস্থ থাকার সময় প্রতারণার মাধ্যমে বাবার কাছ থেকে ১১৮ শতাংশ জমি লিখে নেন তাদের তিন ভাইয়ের নামে। দ্বিতীয় স্ত্রীর সন্তানরা জমি লিখে নেয়ার ঘটনা জানার পরই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। এনিয়ে সুষ্ঠু সমাধানের জন্য এলাকাবাসী লোকজনের মাধ্যমে তিনটি শালিসি হয়। শালিসি দরবারে যার যার প্রাপ্য অংশ ফিরিয়ে দেয়ার রায় হলেও প্রতিপক্ষ দ্বিতীয় স্ত্রীর সন্তানরা সালিসি রায় মানেননি। এনিয়ে ভৈরব থানায়ও দু’পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করলে বিষয়টি সমাধান হয়নি।

এসব ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সৎভাই কুতুবউদ্দিনের নেতৃত্বে অন্যান্য সৎভাইয়েরা মিথ্যা মামলা করে হয়রানি ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক ও মানসিকভাবে মানহানি করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী লিটন মিয়া ও মোখলেস মাস্টারসহ অন্যান্য ভাইবোনেরা।

আজ ২আগষ্ট, শুক্রবার বেলা ১১টায় শ্রীনগর পূর্বপাড়া প্রাইমারি স্কুলের সামনে পৈত্রিক সম্পত্তি বঞ্চিত ধন মিয়ার প্রথম স্ত্রীর সন্তান ভুক্তভোগী লিটন মিয়া, আবুল বাসার ও মোখলেস মাস্টারের অন্যান্য ভাইবোনরা এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেন।

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গ্রামের বিশিষ্ট মুরুব্বি বীরমুক্তিযোদ্ধা মুসলেউদ্দিন আহমেদ মুকুল মাস্টার, ৮নং ওয়ার্ডের মেম্বার মো: সেলিম মিয়া, সমাজসেবক মো: তারা মিয়াসহ গ্রামের অর্ধশত নারী ওই মানববন্ধনে অংশ নেন। এসময় তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও মিথ্যাতথ্যে দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানান।

ভুক্তভোগীরা জানান, গত কিছুদিন আগে সৎভাই কুতুবউদ্দিন তাদের অসুস্থ বাবা ধন মিয়াকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ করেছেন।

ওই সংবাদে আমাদের পিতা ধন মিয়াকে মারধর করে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগ করেছেন যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। বাবাকে মারধর করে সম্পত্তি লিখে নেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কারণ ২০২২ সালে বাবার কাছ থেকে একটি সম্পত্তি লিখে নেয়ার কথা বলে বিভিন্ন দাগে বাবার সকল সম্পত্তি সৎভাই কতুবউদ্দিন প্রতারণার মাধ্যমে তার তিন ভাইয়ের নামে লিখে নেয়। পরে অন্যান্য সম্পত্তি গুলো বাবা আমাদের দিতে গেলে প্রতারণার বিষয়টি ধরা পরে। এখন বাবার নামে কোন সম্পত্তি না থাকলেও কুতুবউদ্দিন বাবাকে মারধরের মিথ্যা নাটক সাজিয়ে থানায় মামলা দায়ের ও সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং আমাদের ভাইবোনদের পৈত্রিক সম্পত্তির প্রাপ্য অংশ ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

সর্বশেষ