ব্রাহ্মণবাড়িয়ায় এবছর অনুষ্ঠিত হবে না কল্লা শহীদ (র.) ওরশ শরীফ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের খড়মপুরের পূণ্যভূমিতে ঐতিহ্যবাহী শাহ্পীর গেছু দারাজ প্রকাশ্যে কল্লা শহীদ (র.) মাজার শরীফের বার্ষিক ওরশ এবছর অনুষ্ঠিত হবে না। শনিবার ১০ আগষ্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত সপ্তাহ ব্যাপী ওরশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার (০৯ আগষ্ট) সকালে মাজার কমিটির পক্ষ থেকে খড়মপুর মাজার শরীফ হল রুমে সাংবাদিক সম্মেলন করে এ সিদ্ধান্ত জানানো হয়।

সম্মেলনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুবির বরাত দিয়ে মাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (মিন্টু) বলেন, প্রতি বছর আগস্ট মাসের ১০ তারিখ হতে ১৬ তারিখ পর‌্যন্ত ৭দিন ব্যাপি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়া উপজেলায় খড়মপুর শাহ্ সৈয়দ আহম্মদ গেছু দারাজ প্রকাশ্যে শাহ্পীর কল্লা শহীদ (র.) এর মাজার শরিফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে । অনিবার্য কারণ বসত খড়মপুর হযরত শাহ্ সৈয়দ আহম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহপীর কল্লা শহীদ (র.) এর মাজার শরিফে এবছর বার্ষিক ওরশ ২০২৪ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে মাজার পরিচালনা কমিটির আইনশৃঙ্খলা সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

তিনি আরো বলেন, এমতা অবস্থায় অনিবার্য কারণ বসত মাজার পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এবছর অর্থাৎ ২০২৪ সনে খড়মপুর হযরত শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ প্রকাশ্যে শাহপীর কল্লা শহীদ (র.) এর মাজার শরিফে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে না বিধায় সকল ভক্ত আশেকানগনকে ওরশে অংশ গ্রহনের উদ্দ্যেশ্যে মাজার শরিফে না আসার জন্য বিশেষভাবে অনুরুদ করা হলো। এসময় সাংবাদিক সম্মেলনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ