আমাদের শহর আমরাই গড়ি

রাকিবুল হাসান তানিম, বরগুনা : আজ, (শুক্রবার, ৯ আগস্ট ২০২৪) বরগুনা জেলায় “Ignite The Nation” এবং পেশাজীবি ভিত্তিক সংগঠন” বৈষম্যহীন তরুন সমাজ” নামক দুটি সংগঠনের যৌথ উদ্যোগে বরগুনা জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান চালানো হয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সবুজ এবং আধুনিক বাংলাদেশ গড়া।

অভিযানটি বরগুনা শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে “অগ্নিঝড়া ৭১” ভাস্কর্য, শহীদ মিনার এবং চার কলোনীর উল্লেখযোগ্য স্থানগুলোতে পরিচালিত হয়। স্বেচ্ছাসেবীরা এই স্থানগুলো পরিষ্কার করেছেন এবং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করেছেন। বাংলাদেশ ফায়ার সার্ভিস এই অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

এই অভিযানের প্রধান সমান্বয়ক, অ্যাডভোকেট মাহিন মেহরাব অনিক, জানান যে, ডাঃ মো. ইউনূসের নেতৃত্বে আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা সকলেই কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, “আমরা কাজের মাধ্যমেই সকল তরুনদের এই আত্মত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ব। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, যতদিন না এক সবুজ ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।”

এই অভিযানের মাধ্যমে বরগুনাবাসীদের মধ্যে পরিচ্ছন্নতার প্রতি সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে একটি সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ার প্রতি আগ্রহ জাগানোর চেষ্টা করা হয়েছে।

সর্বশেষ