ট্রাফিক পুলিশ আবার সক্রিয় মাঠে

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। আজ গতকাল সোমবার তাঁরা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিলেন। গত রোববার থেকেই রাজধানীতে যানজট বেড়ে গিয়েছিল ব্যাপক হারে। আজও তীব্র যানজট আছে। রাস্তায় ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরাও দায়িত্বপালন করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, বিপিএম বলেছেন, ‘একটা ছন্দপতন হয়েছিল। আজ আবার ট্রাফিক পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন। এ সপ্তাহের মধ্যে সকলেই যোগ দেবেন বলে আশা করা যায়।’ গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। আন্দোলনের সময় অনেক থানায় হামলা হয়। এরপর রাজধানীর থানাগুলো যেমন পুলিশশূন্য হয়ে যায় আবার ঢাকার রাস্তায়ও ট্রাফিক পুলিশ দেখা যায়নি। পরে থানাগুলোর কার্যক্রম শুরু হয়। আর এ সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নেন। গত কয়েক দিন অবশ্য রাজধানীতে যানবাহন কম ছিল। কিন্তু গতকাল থেকে যানবাহন বাড়তে থাকে। মুনিবুর রহমান বলেন, ‘আজ একটা আইস ব্রেকিং হলো। রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নেমেছেন। এর মধ্যে মিরপুরের ১৫টি স্থানে, গুলশানে ৯টি স্থানে, উত্তরায় ৫ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়ন্ত্রণ করছেন।

সর্বশেষ