বিসিবির সভাপতির পদ ছাড়ছেন পাপন

আকাশ দাশ সৈকত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক ।

ছাত্র জনতার একদফা দাবিতে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এমন অবস্থায় পদত্যাগ নিয়ে হিড়িক পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনের পদত্যাগ নিয়েও উঠেছে প্রশ্ন । তবে পরিবার সহ বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করলেও সেইখানে বসে বিসিবির এক পরিচালকের সাথে ফোন আলাপের মাধ্যমে জানিয়েছেন তিনি পদত্যাগ করতে প্রস্তুত আছে ।

বিসিবির ওই পরিচালক জানিয়েছেন, বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করছেন তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী পদত্যাগের বিষয়টি পাপনকে লিখিত আকারে বোর্ডকে জানাতে হবে। যেটি পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী সভা ডাকতে হবে সভাপতিকেই, যা তিনি দেশের বাইরে থেকেও করতে পারবেন। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে উপস্থিত যে কোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারবেন। পাপন পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে।

উল্লেখ্য ২০১২ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। এরপর প্রায় এক যুগ ধরে বিসিবির প্রধানের পদে আছেন তিনি । তবে এইবার পদত্যাগ করলে সেই পদে আসতে পারেন নতুন কোন মুখ।

সর্বশেষ