কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় আজ ভোর রাতে পাহাড় ধসে নারী-শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছেন। রোববার ভোর রাতে কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের এ দুর্ঘটনা ঘটে।
মৃৃতরা হলেন, ওই এলাকার মো: সরোয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম (৩২), তাদের কন্যা ময়না(১৩) ও পুত্র তোহা (৮)। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জয় জানিয়েছেন, আজ রাতভর ভারী বৃষ্টি হয়েছে। একারণে পাহাড় ধসে রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুলবুনিয়া সেগুনবাগিচা এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের ১ নারী ও ২ শিশু মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। নিহতদের দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ