মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ মতিবিনিময় সভায় আলোচনা করেন ওয়ার্ল্ডভিশনের উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মিথিলা সরকার, ইয়াং প্রফেশনাল নন্দিতা রিসিল, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমনা মাসুম, সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক ফজলুল হক খোকন,মোঃ শাজাহান আলী খান,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক,সাবেক অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন সাবেক প্রচার সম্পাদক পদে এখলাস শেখ,সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় ও আইন প্রয়োগ বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বশেষ