ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুর কল্লা শহীদ মাজারের পশ্চিম পাশে রেল এলাকায় জুয়ার আসরে বাধা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করে ৩ জন ছাত্রকে জখমের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় এসে সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছাত্রদের ওপর হামলাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহারিয়ার হাসান, তৌহিদুজ্জামান খাঁন নিশাদ, হাফসা জান্নাত মাইশা,মোঃ আক্কাস,সানি খাদেম, মোঃ রিফাত সহ আরো অনেকে।

সর্বশেষ