শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শরীয়তপুর সরকারি কলেজের সামন থেকে একটি বিশাল মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর এর নেতৃত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালী উল্লাহ খান, বর্তমান সি. সহ-সভাপতি কাজল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদ, সাংগঠনিক সম্পাদক নিজাম মাদবর, সদর উপজেলার আহবায়ক মেম্বার মিজানুর রহমান ঢালী, সদস্য সচিব সুমন আকন, জেলার সহ-সভাপতি জাকির রাড়ী, যুগ্ম সাধারণ সম্পাদক মেম্বার জামাল মাদবর, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ওবায়দুল খান, সোহাগ শরীফ, উপজেলার যুগ্ম আহবায়ক আঃ সালাম মাঝী, মেহেদী মাদবর, বাবুল হাওলাদার, পৌরসভার আহবায়ক রতন হাওলাদার, সদস্য সচিব আব্দুল মান্নান মুন্না, যুগ্ম আহবায়ক আল-আমিন, ভেদরগঞ্জ উপজেলার সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ মেম্বার কামাল রাড়ী, জাজিরা উপজেলার সভাপতি শাহআলম আকন, নড়িয়া উপজেলার সভাপতি উজ্জ্বল শরীফ, গোসাইরহাট উপজেলার সভাপতি মোজাম্মেল রাড়ী, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াদ, সুজন মীর, বাবু, সোহেল মীর, ফরিদ মোল্লা, জলিল তালুকদার, মোহাম্মদ আলী তালুকদার, খোকন বেপারী, আনোয়ার মাল, সাগর ছৈলাল, কবির মাদবর, মোতালেব তালুকদার, কাইয়ুম, আরমান, দীন ইসলাম, আল-আমিন, মজিবুর রহমান তালুকদার, বিল্লাল পেদা সহ জেলা, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

সর্বশেষ