গণহত্যা মামলার আসামী সাকিব! খেলতে পারবেন কি ক্রিকেট?

আকাশ দাশ সৈকত
সরকার বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে এক গার্মেন্টসকর্মী গত ৭ই আগস্ট মারা যান। তবে সেই হত্যার নির্দেশদাতা হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২৮ নম্বর আসামি করে ডিএমপির আদাবর থানায় একটি মামলা করেন নিহত ওই গার্মেন্টসকর্মীের বাবা। তবে এখন প্রশ্ন উঠেছে সাকিবের নামে মামলা হওয়ার পর কি তিনি ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কিংবা ভবিষ্যত কি হবে? যদিও এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি ।

বর্তমানে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছেন সাকিব। রাওয়ালপিণ্ডিতে টেস্টের দ্বিতীয় দিন তথা গতকাল (বৃহস্পতিবার) টাইগার এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামমলা দায়ের করা হয় ডিএমপির আদাবর থানায় । তবে মামলার আসামি হলেও সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর পাওয়া যায়নি।

তবে পরোয়ানা জারি হলে সে ক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনাই নেই বললেই চলে। স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন তিনি। কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন বিশ্বসেরা অলরাউন্ডার । তখন আর খেলায় বাধা থাকবে না। এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পপ্তি হওয়ার সুযোগ থাকছে।

উল্লেখ্য বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে এর আগেই চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় রুবেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিলো । তবে তিনি জামিনে মুক্ত হয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিলো।

সর্বশেষ