বন্যায় বিপর্যস্ত মানুষ

 

বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনো খারাপ। এর মধ্যে ফেনীর গ্রামাঞ্চলে অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে আটকে আছেন। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ফেনীর বন্যাকবলিত এলাকায় মুঠোফোন নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছিল না। ফলে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণাও পাওয়া যায়নি।

বন্যাকবলিত এলাকাগুলোতে শুকনা খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে। অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছেন না।

সরকারি হিসাবে, গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্যায় দেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৫ জন, কুমিল্লায় ৪ জন, নোয়াখালীতে ৩ জন, কক্সবাজারে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, ফেনীতে ১ জন ও লক্ষ্মীপুরে ১ জন মারা গেছেন।

বন্যার পানিতে ডুবেছে বসতঘর থেকে শুরু করে খেত-খামার সবকিছু। ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। চারদিকে ত্রাণের জন্য হাহাকার। ফেনী, কুমিল্লাসহ চট্টগ্রামের পার্বত্য এলাকায় দুর্বিষহ দিন কাটাচ্ছে আটকে পড়া মানুষজন। বন্যাকবলিত কয়েকটি স্থানের টুকরো টুকরো দৃশ্য নিয়েই এই গল্প।

১ / ১১
গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে দ্রুত গতিতে পানি বেড়ে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি ভেঙে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। গাজিপুর গ্রাম, বুড়িচং, কুমিল্লা
গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে দ্রুত গতিতে পানি বেড়ে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি ভেঙে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। গাজিপুর গ্রাম, বুড়িচং, কুমিল্লাছবি: এম সাদেক

২ / ১১
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক, কাইয়ুমপুর ও গোপীনাথপুর ইউনিয়নের সব সড়ক উজানের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। নয়নপুর, বায়েক ইউনিয়ন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক, কাইয়ুমপুর ও গোপীনাথপুর ইউনিয়নের সব সড়ক উজানের পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। নয়নপুর, বায়েক ইউনিয়ন, কসবা, ব্রাহ্মণবাড়িয়াছবি: শাহাদৎ হোসেন

৩ / ১১
ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজে ত্রাণ সংগ্রহ করে জড়ো করছেন স্বেচ্ছাসেবীরা। ফাজিলপুর, ফেনী
ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজে ত্রাণ সংগ্রহ করে জড়ো করছেন স্বেচ্ছাসেবীরা। ফাজিলপুর, ফেনীছবি: জুয়েল শীল

৪ / ১১
বন্যা থেকে বাঁচতে এখনো নিরাপদ স্থানের খোঁজে ছুটছে মানুষ। ফাজিলপুর, ফেনী
বন্যা থেকে বাঁচতে এখনো নিরাপদ স্থানের খোঁজে ছুটছে মানুষ। ফাজিলপুর, ফেনীছবি: জুয়েল শীল

৫ / ১১
বন্যার পানিতে খামার থেকে ভেসে গেছে মুরগি। দু-একটি যা বাঁচাতে পেরেছেন তা নিয়ে আশ্রয় কেন্দ্রে আসছেন এক ব্যক্তি। ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের কাছে
বন্যার পানিতে খামার থেকে ভেসে গেছে মুরগি। দু-একটি যা বাঁচাতে পেরেছেন তা নিয়ে আশ্রয় কেন্দ্রে আসছেন এক ব্যক্তি। ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজ আশ্রয়কেন্দ্রের কাছেছবি: জুয়েল শীল

৬ / ১১
বন্যার কারণে কয়েক শ পরিবার রেল স্টেশনে আশ্রয় নিয়েছে। ফাজিলপুর রেল স্টেশন, ফেনী
বন্যার কারণে কয়েক শ পরিবার রেল স্টেশনে আশ্রয় নিয়েছে। ফাজিলপুর রেল স্টেশন, ফেনীছবি: জুয়েল শীল

৭ / ১১
বন্যার স্রোতে পড়ে হাত ভাঙে ছয় বছর বয়সী তাবাসুনের। মা-মামা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ফাজিলপুর, ফেনী
বন্যার স্রোতে পড়ে হাত ভাঙে ছয় বছর বয়সী তাবাসুনের। মা-মামা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ফাজিলপুর, ফেনীছবি: জুয়েল শীল

৮ / ১১
বুক সমান পানিতে ভেঙে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ নিয়ে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।
ফাজিলপুর, ফেনী
বুক সমান পানিতে ভেঙে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ নিয়ে পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ফাজিলপুর, ফেনীছবি: জুয়েল শীল

৯ / ১১
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটি ঝুলন্ত সেতু।
কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে রাঙামাটি ঝুলন্ত সেতু।ছবি: সুপ্রিয় চাকমা

১০ / ১১
বন্যার পানিতে ডুবে গেছে সুপেয় পানির অন্যতম মাধ্যম নলকূপ। বন্যাদুর্গত এলাকায় চলছে বিশুদ্ধ পানির চরম সংকট। জাহাপুর বাজার, মুরাদনগর, কুমিল্লা
বন্যার পানিতে ডুবে গেছে সুপেয় পানির অন্যতম মাধ্যম নলকূপ। বন্যাদুর্গত এলাকায় চলছে বিশুদ্ধ পানির চরম সংকট। জাহাপুর বাজার, মুরাদনগর, কুমিল্লাছবি: আবদুর রহমান ঢালী

১১ / ১১
ত্রাণের গাড়ি দেখা মাত্র হুমড়ি খেয়ে পড়েন বানভাসি মানুষজন। ফাজিলপুর, ফেনী
ত্রাণের গাড়ি দেখা মাত্র হুমড়ি খেয়ে পড়েন বানভাসি মানুষজন। ফাজিলপুর, ফেনীছবি: জুয়েল শীল

 

সর্বশেষ