ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাণীর দিঘি নামে পরিচিত একটি পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয় (আনুমানিক ৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে পৌর-শহরের রাধানগর রাণীর দিঘির পশ্চিম পাড়ের কিনারা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালের দিকে এলাকার কয়েকজন লাশের গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর রাণীর দিঘিতে ভাসমান আবর্জনার সাথে একটি লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরের ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহের পরনে ফতুয়া, লুঙ্গি ছিল।

জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুহেল রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, প্রতিবেদন লিখা পর্যন্ত মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ