বশেফমুবিপ্রবিতে ক্লাসে ফিরছে না সিএসই ডিপার্টমেন্ট ৩ শিক্ষক সাধারন শিক্ষার্থী কতৃক ২৪ ঘন্টার

কাজী মো. ইসমাঈল হোসেন,বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ গতকাল রবিবার (১লা সেপ্টেম্বর)এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩ শিক্ষককে ক্লাসে ফিরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে উক্ত ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা।উল্লেখ্য, ৩ শিক্ষকের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাসান, মোঃ সাইদুর রহমান এবং খাবির উদ্দিন আহমেদ।

এ বিষয়ে সাধারন শিক্ষার্থীরা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে গত ৫ ই আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি।এরই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার সরকারের মদদপুষ্ট ভিসি পদত্যাগ করে।

ভিসি পদত্যাগ পরবর্তী সাধারন শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বিত মিটিং-এর মাধ্যমে একাডেমি কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের ডিপার্টমেন্টে শিক্ষকরা এখনো পূর্ণ ক্লাস শুরু করেননি।

এরই পরিপ্রেক্ষিতে সিএইই ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থী কতৃক এই সিদ্ধান্তে উপনীত হয়ে আমরা নিম্নোক্ত দফাগুলো প্রকাশ করছি :-
১. আগামী কার্যদিবসের মধ্যে সকল শিক্ষকদেরকে ক্লাসে ফিরতে হবে।
২. যেসকল শিক্ষকরা আগামী কার্যদিবসের মধ্যে ক্লাসে ফিরবেন না, তাঁদের বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

উক্ত ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর বলেন – “গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে একাডেমিক কার্যক্রম চালু হয়। এখন পর্যন্ত অন্যান্য বিভাগের শিক্ষকগণ ক্লাসে ফিরলেও সিএসই বিভাগের ৩ জন শিক্ষক ক্লাসে অনুপস্থিত। আমরা স্যারদের কাছে জানতে চাইলে তাঁরা আমাদের জানান বিশ্ববিদ্যালয়ে ভিসি রেজিস্ট্রার না থাকায় নিরাপত্তাহীনতার কারণে তাঁরা ক্লাসে যাচ্ছেন না।”

এ বিষয়ে ফোনে যোগাযোগ করলে উক্ত ডিপার্টমেন্টের প্রভাষক খাবির উদ্দিন আহমেদ জানান, “আগামীকাল আমরা শিক্ষক-শিক্ষার্থীরা একসাথে একাডেমিক মিটিং এর মাধ্যমে সিদ্ধান্তে চলে আসবো।

অন্য আর এক শিক্ষক প্রভাষক মো. সাইদুর রহমান সাংবাদিক সমিতিকে ফোন করে অবগত করেন ক্লাস শুরুর ব্যাপারে উনি এখন অবধি কোন অফিসিয়াল নোটিশ পাননি।

সর্বশেষ