নরসিংদীর পলাশে জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাট

 

নরসিংদীর পলাশে আকিজ বশির গ্রুপের মাকিনাধীন জনতা জুটমিলে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার জনতা জুটমিলে এ ঘটনা ঘটেছে।

শ্রমিকরা জানায়, গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে যাচ্ছে মিল শ্রমিকরা। এর মাঝে আজ রাতে দাবি-দাওয়া নিয়ে শ্রমিক ও মিল কর্তপক্ষ আলোচনায় বসে। এতে মালিকপক্ষ দাবি মেনে নিতে ১৫ দিন সময় চেয়েছে। আলোচনার শেষ পর্যায়ে হঠাৎ মিলের ভিতরে দুর্বৃত্তরা হামলা ও ভাংচুর চালায়। এছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পরে মিলের ভিতর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। বেতন বৃদ্ধির দাবি দাওয়াকে কেন্দ্র করে এ হামলা, ভাংচুর।

সর্বশেষ