লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে শিক্ষার্থী পেটানোয় কেন রাষ্ট্রদ্রোহ মামলা নয়?

গণফোরাম সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী বলেছেন, ইউনূস সরকার আদিবাসীদের স্বীকৃতি মুছে দিতে ষড়যন্ত্রে পা দিয়েছে। তার প্রশ্ন, যারা লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করলো, তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহ মামলা হলো না?

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, ড. ইউনূসের সরকারকে হুঁশিয়ার করতে চাই, বেশি বাড়াবাড়ি করলে আপনাকেও অতীতের সরকারের মতো বিদায় নিতে হবে। সংবিধান নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। রাষ্ট্রের চার মূলনীতি বাতিলের চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, বিপ্লবের মধ্য দিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর মানসিকতা এখনও পরিবর্তন হয়নি। এসময় হামলায় সম্পৃক্তদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

একইসঙ্গে পার্বত্য চুক্তি বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া আদিবাসী শিক্ষার্থীরা জানান, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নয়, সাংবিধানিকভাবে তাদের অধিবাসী হিসেবেই স্বীকৃতি দিতে হবে।

এর আগে বুধবার পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বিক্ষোভ করে ‘পাহাড়ি ছাত্র-জনতা’। এসময় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সদস্যরা তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করে পাহাড়ি আন্দোলনকারীরা। এ ঘটনায় বেশ আহত হয়েছেন।

পাহাড়ি জনগোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসাথে এই হামলার তদন্তের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ