পুলিশের উপস্থিতি আগৈলঝাড়া থানা চত্তরের গোলঘরে শালিস মীমাংসার সময় বাদীর উপর হামলা

পুলিশের উপস্থিতি আগৈলঝাড়া থানা চত্তরের গোলঘরে শালিস মীমাংসার সময় বাদীর উপর হামলা

বরিশাল ব্যুরো:-
বরিশালের আগৈলঝাড়া থানা চত্তরের গোলঘরে শালিস মীমাংসার সময় পুলিশের উপস্থিতি বাদীর উপর হামলা করে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। এসময় তাদের সাথে থাকা গুরুত্বপূর্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় তারা। পুলিশ দর্শকের ভুমিকা পালন করে। এঘটনার প্রতিকার চেয়ে মৎস্য ব্যবসায়ী সোহবান খান আগৈলঝাড়া সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত সবির খান বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। করেছে সোবাহানের ভাইয়ের ছেলেরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে মৃত.কালু খানের ছেলে সবির খান, মনির খানের সাথে ৫০ শতাংশ জায়গা নিয়ে বিরোধ চলে আসছে গৌরনদী উপজেলার দক্ষিন চাঁদশী গ্রামের মৃত.পৈলান খানের ছেলে মৎস্য ব্যবসায়ী আ.সোবাহান খানের। সম্প্রতি ওই জায়গার বিরোধ নিয়ে সোবাহান খান আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরে ১৮ জানুয়ারী ওই জায়গার বিরোধ মীমাংসার জন্য আগৈলঝাড়া থানা চত্তরের গোলঘরে শালিস মীমাংসা বসেন উভয়পক্ষ। উভয় পক্ষের দুইজন এ্যাডভোকেটসহ থানার এসআই নুরু মোহাম্মাদের উপস্থিতি শালিস মীমাংসা বসেন শুরু হয়। সালিশ-মিমাংসার এক পর্যায় উভয় পক্ষের মধ্যে উত্যপ্ত বাকবিতন্ডার এক পর্যায় বাদী সোবাহান খানের উপর পুলিশের উপস্থিতি প্রতিপক্ষ সবির খান, স্বপন খান হামলা করে আহত করে দলিল ও পচার্ ছিনিয়ে নিয়ে যায়। হামলার ঘটনার সময় পুলিশ ছিল দর্শকের ভুমিকায়।
অভিযুক্ত সবির খান বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। করেছে সোবাহানের ভাইয়ের ছেলেরা।
ওই সালিশ মীমাংসা উপস্থিতি এসআই নুর মোহাম্মাদ বলেন, সালিশ মীমাংসার সময় উভয় পক্ষের মধ্যে উত্যপ্ত বাকবিতন্ডা হয়েছে। হামলার ঘটনা ঘটেনি।

সর্বশেষ