রিয়াল মাদ্রিদকে বিদায় বলছেন আনচেলোত্তি!

আকাশ দাশ সৈকত

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করতে যাচ্ছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি। চলতি মৌসুম শেষে রোদ্রিগো-ভিনিসিয়সদের ডাগআউট থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম ওয়ানদা সারোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের ফুটবল ইতিহাসের সেরা কোচ গুলোর অন্যতম ইতালির কার্লো আনচেলোত্তি । যার অধীনে ক্লাবটি পেয়েছিলেন অনেক সাফল্য , জিতেছেন একের পর এক ট্রফি । তাইতো কাতার বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ভরাডুবির পর ব্রাজিলের কোচ হওয়ার জন্য সিবিএফ তাকে প্রস্তাব দিলেও সেই প্রস্তাব ফিরিয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে হঠাৎ করে গুঞ্জন উঠেছে চুক্তির মেয়াদ থাকলেও চলতি মৌসুম শেষে রিয়ালের ডাগআউট থেকে সরে দাঁড়াচ্ছেন কার্লো।

আনচেলোত্তির অধীনে দুইটি লা লিগা, দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, একটি কোপা দেল রে, দুইটি উয়েফা সুপার কাপ, দুইটি স্প্যানিশ সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল।

এইদিকে রিয়ালকে বিদায় বললেও এখনো অবসর নেওয়ার কথা ভাবছেন না ৬৫ বছর বয়সী কার্লো। অন্য কোথাও কোচিং ক্যারিয়ার চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এইদিকে কার্লোর রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনে দলটির নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন রিয়ালের সাবেক মিডফিল্ডার ও লেভারকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসো।

সর্বশেষ