ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় থ্রী পিছসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় থ্রী পিছসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় থ্রী-পিসসহ রাজিব মিয়া(২৬) নামের এক ভারতীয় নাগরিক ও রোকসানা আক্তার (৩৪) নামের এক বাংলাদেশী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী কেন্দুয়াই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া দুই চোরাচালানীরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা দক্ষিন রামনগর এলাকার মোঃ রহিম মিয়ার ছেলে-মোঃ রাজিব মিয়া (২৬) ও চুয়াডাঙ্গা জেলার জিবননগর উপজেলার কাশিপুর (মাঠুয়াপাড়া, ব্যাপারী বাড়ী), গ্রামের বাসিন্দা মোঃ চান মিয়া ব্যাপারীর মেয়ে-মোছাঃ রোকসানা আক্তার (৩৪)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ ওয়াসিম বিল্লাহ, এ.এস.আই মোঃ ইকবাল হোসাইন, এ.এস.আই মোঃ সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামে অভিযান চালিয়ে শাহজাহান মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ট্রলি ব্যাগ ও একটি কাপড়ের ব্যাগে রক্ষিত ১৩৮(একশত আটত্রিশ) টি বিভিন্ন রংয়ের ভারতীয় থ্রী পিছসহ রাজিব মিয়া ও রোকসানা আক্তারকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আখাউড়া থানায় ১টি চোরাচালান আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সর্বশেষ