সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের মানববন্ধন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
সাংবাদিকদের বিরুদ্ধে হামলা মামলার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ভৈরব লোকাল বাসষ্ট্যান্ডে জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি এম এ হালিম এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামীম আহমেদ, কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি ও রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাসুদুল ইসলাম সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকা ও নিউজ ১৬ টিভির ভৈরব-কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি এম আর ওয়াসিম প্রমূখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব শাখার সহ-সভাপতি ও দৈনিক সময়ের কণ্ঠ ভৈরব প্রতিনিধি জামাল উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক ডেল্টা টাইমস পত্রিকা ভৈরব প্রতিনিধি নাঈম মিয়া, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার কুলিয়ারচর-বাজিতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার ভৈরব প্রতিনিধি জুয়েল মিয়া, মুভি বাংলা টেলিভিশন এর ভৈরব প্রতিনিধি কাউছার আহমেদ, সাংবাদিক দ্বীন ইসলাম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভৈরব প্রতিনিধি ছাবির উদ্দিন রাজু।
এ সময় মানব বন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে । সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নেই। সম্প্রতি লক্ষীপুরের রামগতিতে অনুসন্ধানী রিপোর্ট করতে গিয়ে ৪ সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে । এছাড়া বাজিতপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৩ সাংবাদিকের উপর হামলা চালিয়ে আহত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। তাই মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের দ্রূত গ্রেফতারের দাবী জানান বক্তারা।

সর্বশেষ