ধামইরহাট (নওগাঁ) থেকে স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য সহ জাহাঙ্গীর আলম মিলন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কালুপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কালুপাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকিরের নেতৃত্বে উপজেলার কালুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ঘটনাস্থল থেকে আসামিকে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩০ বোতল লুজ ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। পরে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রেক্ষিতে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।