ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

ভারত থেকে চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার

ভারত থেকে আমদানি করা ২৫ হাজার টন চালের প্রথম চালান বাংলাদেশে এসে পৌঁছাবে আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান।

জামিনে মুক্ত পিকে হালদার, বললেন, এখন কিছু বলবো নাজামিনে মুক্ত পিকে হালদার, বললেন, এখন কিছু বলবো না
খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।

এরইমধ্যে আমদানি করা চাল জাহাজ থেকে দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ