সর্বশেষ
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী কর্তৃক মোবাইল কোর্টকে পণ্যের গুণগতমান এবং ওজন ও পরিমাপ মনিটরিং সহযোগিতা প্রদান
ছাত্র আন্দোলন ও ক্রসফায়ারের নামে হত্যাকান্ডের বিচারের দাবীতে সমাবেশের ডাক: এম জহির উদ্দিন স্বপন
মনোহরদীতে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা
আলোচিত পুতিন-ট্রাম্প বৈঠক আয়োজন করতে চায় সুইজারল্যান্ড
ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া
Next
Prev

সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ

সবাইকে নতুন বই দিতে না পেরে উপদেষ্টার দুঃখ প্রকাশ
শিক্ষার্থীদের বছর শুরু হয় নতুন বইয়ের উৎসব। এর মাধ্যমেই নতুন বছরকে বরণ করে নেয় অনেক শিক্ষার্থী। প্রতি বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতারণ করেছে সরকার। তবে সবার হাতে পৌঁছেনি নতুন বই।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দুঃখ প্রকাশ করেছেন।

আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ সময় তিনি বলেন, ‘নতুন বছরের প্রথম দিনে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে না পেরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আমরা আন্তরিক দুঃখিত। জানুয়ারির ৫ শুক্রবার কেন এতো আলোচনায়, নেপথ্যে কী?উন্নতমানের ছাপা, কাগজ ও মলাটের ব্যবস্থা করা হবে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এখন থেকে আর বিদেশে বই ছাপানো হবে না। দেশেই ছাপা হচ্ছে।

শিক্ষাসহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা আছে জানিয়ে ওয়াহিদউদ্দিন বলেন, বেশ কয়েক বছর ধরে মুদ্রণ শিল্পের ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল তাদের অনেককে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে আগের কর্মকর্তা-কর্মচারীরা যারা দুর্নীতিগ্রস্ত ছিল, তাদের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদককে বলা হবে।

আসিফ মাহমুদের জীবনের শ্রেষ্ঠ বছর ২০২৪, বারবার চান এমন বছর তবে নাগাদ সব শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারবে সরকার, এমন প্রশ্নের জবাবে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২০ জানুয়ারির মধ্যে আমরা সব বই উপজেলা পর্যায়ে পৌঁছানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

সূত্র: কালেরকন্ঠ

 

সর্বশেষ