মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবসে অসহায়, দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্ব একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে দু’জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ১২জন দুস্থ যুবকের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ, কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা দ্রæব মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক এম শামীম আহসান মল্লিক,উপজেলা মহিলাদল সভানেত্রী শাহিনা ফেরদৌসী হ্যাপীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা এসব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

সর্বশেষ