তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

তাহসানের সঙ্গে বিয়ের পর তরতরিয়ে বাড়ছে রোজার পেজের ফলোয়ার

নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। রূপসজ্জাকর রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে ‘হট টপিক’-এ পরিণত হন তারা।সামাজিক মাধ্যমে তাহসানপত্নী রোজাকে খোঁজাখুঁজি শুরু করেন তাহসান ভক্তরা। পরে জানা যায়, রোজা সরব থাকেন তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’-এ। পেজটি এখন সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল। তাহসানের সঙ্গে বিয়ের পর থেকে রোজার এই পেজের ফলোয়ার সংখ্যা তরতরিয়ে বাড়ছে।

২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের ফলোয়ার ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি। ৫ জানুয়ারি এই ফেসবুক পেজ থেকে প্রথম তাহসানের সঙ্গে বিয়ে ছবি পোস্ট করেন রোজা। সেই ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তিন হাজারের বেশি পোস্টটি শেয়ার হয়। অন্যদিকে প্রায় সাড়ে তিন লাখ অনুসারী ছবিটিতে রিয়্যাক্ট করেন। ২৪ হাজার ভক্ত তাদের অভিনন্দন জানান।

অন্যদিকে তাহসানের ফেসবুক পেজেও অনুসারী বেড়েছে প্রায় দুই লাখ। ধারণা করা হচ্ছে, শিগগির কোটি ভক্তের ফেসবুক পেজ হতে যাচ্ছে এই তারকার। বিয়ের পর গত ৪ জানুয়ারি রোজার সঙ্গে প্রথম ফেসবুকে ছবি প্রকাশ করেন তাহসান। সে ছবিতে ১৭ লাখের বেশি সামাজিম মাধ্যম ব্যবহারকারী রিয়্যাক্ট করেছেন। এক লাখের বেশি ভক্ত পোস্টটি শেয়ার করেছেন। মন্তব্যে শুভকামনা জানিয়েছেন তিন লাখ ফলোয়ার।

প্রসঙ্গত, রোজা আহমেদ পেশায় মেকওভার আর্টিস্ট। পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান। শহরটির কুইন্সে আছে রোজা’স ব্রাইডাল মেকওভার। ১০ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত।

২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান। তবে ২০১৭ সালে তাদের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ