সৈকতের ছবি পোস্ট না করলে কী আর ছুটি কাটালেন: আলিয়া

সৈকতের ছবি পোস্ট না করলে কী আর ছুটি কাটালেন: আলিয়া

এ মুহূর্তে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গে আছেন মেয়ে রাহা ও স্বামী অভিনেতা রণবীর কাপুর। থাইল্যান্ডের কোহ ইয়াও নোই দ্বীপের পূর্ব উপকূলে ব্যক্তিগত রিসোর্ট এএনআইতে সময় কাটাচ্ছেন তারা। যেখানে ৬ রুমের ভিলা বুকিং করতে খরচ করতে হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। বৃহস্পতিবার থাইল্যান্ড সফরের কিছু ছবি এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে নেন আলিয়া ভাট। সেখানে দেখা যায়, কালো মনোকিনিতে সমুদ্রে নেমেছেন অভিনেত্রী। সঙ্গে ওয়াটার স্পোর্টসেরও মজা নিচ্ছেন তিনি। যার উজ্জ্বল হাসিতে মন হারিয়েছেন ভক্তরা। তাদের মন্তব্য ছিল ঠিক এমন— আলিয়া যেন সাক্ষাৎ জলপরী। এ ছাড়া আরামদায়ক এই ছুটির ফাঁকে অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে জেট স্কি চালাতে দেখা গেছে অভিনেত্রীকে।

এদিকে অভিনেত্রী আলিয়া ভাট ছুটি কাটাতে গিয়েও জিম থেকে দূরে থাকেননি। ওয়ার্কআউট সেশনের জন্য সময় বের করে নিয়েছিলেন তিনি। বোন শাহিন ভাটের সঙ্গে সমুদ্রসৈকতে সূর্যের আলো গায়ে মাখতেও দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলো শেয়ার করে আলিয়া ক্যাপশনে লিখেছেন—আপনি যদি সমুদ্রসৈকতের ছবি পোস্ট না করেন, তা হলে আর কী ছুটি কাটালেন?

উল্লেখ্য, আলিয়াকে আগামীতে ওয়াইআরএফের স্পাই ইউনিভার্স ফিল্ম আলফাতে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এ ছবিটি যশরাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারীকেন্দ্রিক ছবি। যেখানে আলিয়ার পাশাপাশি শর্বরীও অভিনয় করেছেন।

এ ছাড়া আলিয়ার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, যেখানে তিনি ভিকি কৌশল ও রণবীর কাপুরের সঙ্গে পর্দা শেয়ার করবেন। দুটি ছবিই মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

সূত্র: যুগান্তর

সর্বশেষ