মালয়েশিয়া যুবদল সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মালয়েশিয়া যুবদল সভাপতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

আরিফুল ইসলাম মালয়েশিয়া প্রতিনিধি : আসসালামু আলাইকুম
যুবদলের সকল নেতৃবৃন্দ এবং সমর্থক বৃন্দ, সকলের অবগতির জন্য কিছু কথা বলতে চাই। যেহেতু মালয়েশিয়া বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের একান্ত নিজেদের কিছু লোক দিয়ে যারা তাদের কথা সব সময় শুনে, তাদের ব্যক্তিগত কাজকর্ম করে দেয়, তাদের দিয়ে কমিটি সাজিয়ে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন। এই কমিটি প্রবাসী বিএনপি যুবদল এবং অঙ্গ সংগঠনের কোন কাজে আসবে না, তা জেনেও তাদের নিজস্ব কর্মকাণ্ড করানোর জন্য এই কমিটি জমা দিয়েছেন,তাই এই কমিটি যারা জমা দিয়েছেন তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।আমি দীর্ঘ সময় মালয়েশিয়া যুবদলে সভাপতির দায়িত্ব পালন করে আসতেছি এবং আমার হাতে গড়া মালয়েশিয়াতে প্রায় এক থেকে দেরশত প্রদেশিক মহানগর এবং শাখা কমিটি দিয়েছি, মালয়েশিয়া যুবদলকে সময় উপযোগী করে তুলেছি এতে আমার অর্থ এবং সময় খরচ হয়েছে,আমি এখোনও রানিং যুবদল মালয়েশিয়ার সভাপতি থাকার পরেও আমাকে এবং যুবদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা না করে মালয়েশিয়া বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের মনগড়া কমিটি জমা দিয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।কেন্দ্রীয় যুবদল যেনো এই তথাকথিত কমিটি অনুমোদন না দেয় তার জন্য কেন্দ্রীয় যুবদলের সন্মানিত সভাপতি এবং সন্মানিত সম্পাদক বরাবর মালয়েশিয়া যুব দলের পক্ষ থেকে অনুরোধ করতেছি। এই কমিটি যাচাই-বাছাই করে ত্যাগী নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য কমিটি মালয়েশিয়াতে উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি,যুবদল মালয়েশিয়া একটি শক্তিশালী সংগঠন এবং সুন্দর একটা কমিটি এখোনও চলোমান আছে,কিন্তু এই কমিটিকে পাস কাটিয়ে পরামর্শ না করে একটি অসমর্থনযোগ্য যুবদলের কমিটি জমা দেওয়া হয়েছে, কারো সাথে যোগাযোগ না করে। আমি মালয়েশিয়া যুবদলের সভাপতি হিসেবে এবং আমার ত্যাগী নেতাকর্মীদের পক্ষ থেকে ধিক্কার জানাই এই ধরনের অভিভাবকদের,যারা এই কমিটি জমা দিয়েছে।ইনশাআল্লাহ মালয়েশিয়াতে এই ধরনের সুবিধাভোগী নেতাদেরকে অবশ্যই আমরা যুবদল প্রতিহত করব। এবং যাদেরকে দিয়ে মালয়েশিয়া বিএনপি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটি দিতে চায় তারা একদিনও মাঠে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ
যদি মালয়েশিয়া যুবদলের কমিটি দিতে হয়, তাহলে মালয়েশিয়া বিএনপি যুবদলের সাথে আলোচনা করে কমিটি জমা করতে হবে, যাতে করে ত্যাগী নেতাকর্মীরা মুল্যায়ন পাবে, অন্যথায় এ কমিটি কেউ মানবে না।

জাহাঙ্গীর আলম খান।
সভাপতি মালয়েশিয়া যুবদল।

সর্বশেষ