লস অ্যানজেলেসে দাবানলে নিহত ১০

 

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অঙ্গরাজ্য লস অ্যানজেলেসে দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্যকর্মীরা। এখনো দাবানলের আগুনে জ্বলছে লস অ্যানজেলেসের পাঁচটি এলাকা। সেগুলো হচ্ছে- প্যালিসেডস, ইটন, কেনেথ, হার্স্ট এবং লিডিয়া। এরমধ্যে কেনেথ এলাকায় আগুনের ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এতে সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। এমন পরিস্থিতির মধ্যে লুটেরাদের সতর্ক করেছেন মেয়র ক্যারেন বাস। বলেছেন, লুটেরাদের প্রতি কোনো সহনশীলতা প্রদর্শন করা হবে না। এ পর্যন্ত এমন ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্যালিসেডস এলাকায় যে পরিমাণ আগুন ছড়িয়েছে তার মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গত মঙ্গলবার থেকেই ভয়াবহ দাবানলের আগুনে জ্বলছে উল্লিখিত অঞ্চলগুলো। প্যালিসেডসের প্রায় ২০ হাজার একর জমি আগুনে পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে আল্টাডেনা এবং পাসাডেনার আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহেও শক্তিশালী শুষ্ক বাতাস বয়ে যেতে পারে। যার ফলে লাস ভেগাস এবং ভেনচুরা এলাকাতে আগুনের তেজ আরও বাড়তে পারে। দাবানলের আগুনে এ পর্যন্ত কমপক্ষে ১০ হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ছেড়েছে লক্ষাধিক মানুষ। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উদ্ভূত এমন পরিস্থিতিতে জীবন ও সম্পদ রক্ষায় যে ব্যয় হবে তা আগামী ছয় মাস যাবৎ বহন করবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রশাসন।

সর্বশেষ