স্থানীয় সব নির্বাচন একদিনে সম্ভব নয়: সিইসি

স্থানীয় সব নির্বাচন একদিনে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশে ১২টি সিটি কর্পোরেশন, তার সঙ্গে আছে ইউনিয়ন, উপজেলা। তাই একদিনে কোনোভাবে নির্বাচন করা সম্ভব হবে না। ধীরে ধীরে সব হবে।

শনিবার (১১ জানুয়ারি) সিলেট সার্কিট হাউজে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সময়ের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে কোনো দল জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে মন্তব্য করে সিইসি বলেন, ভোটার আইডি সংশোধনের নামে বিগত সময়ে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটারদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

সিইসি জানান, আগামী জাতীয় নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএম ব্যবহারের কোনো পরিকল্পনা আপাতত নেই। নির্বাচন কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশন প্রবাসীদের নির্বাচন কার্যক্রমে অন্তর্ভুক্ত করার লক্ষে কাজ করছে। পর্যায়ক্রমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

নিবন্ধন ব্যবস্থার সংস্কারের বিষয়ে সিইসি জানান, একটি কমিশন নিবন্ধন ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ